কিশোরগঞ্জে মামিকে জবাই করে হত্যার অভিযোগে মো. মামুন (৩০) নামের এক ভাগ্নেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসের বিপরীতে দুদু মেম্বারের বাসার পিছনে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার পর পরই অভিযুক্ত মো. মামুনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। নিহতের নাম রেকসানা আক্তার (৩০)। সে হারুয়া কলেজ রোড এলাকার মো. তাইজুলের স্ত্রী।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।