কিশোরগঞ্জে ১৬ জন সাংবাদিককে বিভিন্ন অংকের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ শামীম আলমের সভাপতিত্বে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ ও অসহায় ১৬ জন সাংবাদিককে বিভিন্ন অংকের অর্থের চেক প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি নিজ থেকে সাংবাদিকদের সহায়তা করার জন্য কল্যান ট্রাস্ট গঠন করেছেন যাতে যে কোন সময় আপনাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আপনাদের পাশে থাকতে পারেন। আপনারা মুক্তিযোদ্ধের পক্ষে থাকবেন।
তিনি আরো বলেন, আমাদের এ দেশটা দুই ভাগে বিভক্ত রয়েছে। একটা হলো মুক্তিযোদ্ধের পক্ষে আর একটা হলো মুক্তিযোদ্ধের বিপক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা আছি আপনারা জানেন, গত ৭৫ এর ১৫ আগস্টের পরে এ দেশে কি অবস্থা হয়েছিল। দেশ উল্টো দিকে হাটা শুরু করেছিল। তখন জয়বাংলা বলা যেতো না, বঙ্গবন্ধুর কথা বলা যেতো না, স্বাধীনতার কথা বলা যেতো না। এ অবস্থা থেকে আমাদের জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমরা আজ এখানে এসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সব সময় বাংলাদেশ আওয়ামীলীগের সংগে ছিলেন , জননেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন এবং মুক্তি যুদ্ধের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
কিশোরগঞ্জে শুক্রবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের সভা কক্ষে অসুস্থ ও অসহায় সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল এবং সদস্য কুদ্দুস আফ্রাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মাঝে বক্তব্য প্রদান করেন আহম্মেদ উল্লাহ, এ বি এম লুফুর রশিদ রানা, সাইফুল হক মোল্রা দুলু, আলম সারোয়ার টিটু প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১৬ জন সাংবাদিক অসুস্থ ও অসহায় সাংবাদিকদের পাশাপাশি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।