জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
রবিবার, ২৮ আগস্ট সংসদ অধিবেশনের প্রথমদিনে ডেপুটি স্পিকারের শূন্য আসনে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের চীপ হুইপ নূর ই আলম চৌধুরী। পরে সরকারী দলের সংসদ সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাব সমর্থন করেন।
ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকু একমাত্র প্রার্থী হওয়ায় সংসদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাশ হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে নির্বাচিত ঘোষণা করেন।
রবিবার সন্ধ্যা ৭টায় নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে তাকে শপথ পড়ানো হয়।
এর আগে ২০১৯ সালে ৩০ জানুয়ারি ফজলে রাব্বি মিয়া একাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে চলতি বছরের ২২ জুলাই তিনি অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে সংসদের ডেপুটি স্পিকারের পদ ও গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।
সংসদে ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বি মিয়ার স্থলাভিষিক্ত হলেন শামসুল হক টুকু।