আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

১সেপ্টেম্বর ছিল ভোরের আলো বিডির প্রকাশক ও সম্পাদকের ৫৪তম জন্ম বার্ষিকী

ভোরের আলো ডেস্কঃ
আজ ০১সেপ্টেম্বর-২০২২ ছিল ভোরের আলো বিডির প্রকাশক ও সম্পাদক রেজাউল হাবিব রেজার ৫৪তম জন্মতারিখ। কিন্তু দিবসটি কেটে গেল রেজাউল হাবিব রেজার অজান্তেই। রেজা অন্যের ফোনে জানতে পারেন যে তার আজ ৫৪তম জন্মবার্ষিকী। এদিন ১সেপ্টেম্বর ১৯৬৮সনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এ জন্মসাল বা তারিখটি আদৌও ঠিক নয়। এটি হলো কাগজে-পত্রের সাল। স্কুলে ভর্তি হতে আগে বয়স কমিয়ে লেখার প্রবণতা ছিল আগে। এখন প্রকৃত জন্মসাল লেখার সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাই সবাই প্রকৃত জন্মতারিখ লিখতে সবাই পছন্দ করে। রেজাউল হাবিব রেজার প্রকৃত জন্মতারিখ হলো ১৯৬৪সনের ১৪জানুয়ারি। সেই হিসেবে বয়স হয়েছে ৫৯বছর। যা হোক আমাদের অনলাইন ভার্সনের প্রকাশক ও সম্পাদক রেজাউল হাবিব রেজা যখন ফোন মারফত জানতে পারলেন তখন তিনি ফেসবুক অন করে দেখতে লাগলেন যে সত্যি ওনার ওই একাডেমিক জন্মতারিখটি শোভা পাচ্ছে। গুগল সেই জন্মতারিখটি প্রকাশ করায় সবার সামনে তা এসে গেছে।
দেখার সাথে সাথে তিনি একটি অভিমত ছুড়ে দিলেন ফেসবুকে। সেটি হলো ” আমার জন্মদিন নিয়ে অন্যরা যা ভাবে আমি সেভাবে তা ভাবিনা। কারণ জন্মদিন মানে বছর শেষে তা এক বিশেষ গননার দিন। তার মানে হলো জীবন থেকে হারিয়ে যাবার এক এক বিশেষ ক্ষণ। আমি যখন আমার জীবন থেকে সময়টুকু হারিয়ে যাবার বেদনায় কাঁদি তখন আমার শুভার্থীরা আমাকে ফুল দিয়ে তখন হাসে। আমার ব্যাথার সময় এমন আনন্দ প্রকাশ কেমন লাগবে তা-ও প্রশ্ন করেন রেজাউলহাবিব রেজা।”
সম্পাদক এমন প্রশ্ন করে বুঝাতে চেয়েছেন যে জন্মদিনে আনন্দ উচ্ছ্বাস করার জন্য যেসব অনুষ্ঠানের আয়োজন মানুষেরা করে থাকো তা কিম্ত যথার্থ নয়। কারণ কারো জীবন থাকে যখন একটি বছর হারিয়ে যায় তখন স্বভাবতই মানুষটি মৃত্যুর দিকে দ্রুত ধাবিত হয়। গভীর জ্ঞান দিয়ে সেই দ্রুত অগ্রসরমান মৃত্যুর বিষয়টি অবলোকন করতে পারে। তখন জ্ঞানীরা ব্যাথাতুর হয়ে ওঠে। তাই সম্পাদক বলেছেন সময় হারিয়ে যাবার বেদনাহত অবস্থায় আনন্দ খেলা মূলত ভুক্তভোগীর জন্য তা অবিচার করা হয়। এটা বেমান। তা কোনো অবস্তাতেই যথার্থ নয়। এধরণের কথা উল্লেখ করায় সম্পাদকের পক্ষে কেউ কেউ মতামতও দিয়েছেন। আমরা আশা করবো জন্মদিনের নামে যেন কোনো প্রকার অপচয় করা না হয়। তবে এদিনের ব্যথা অনুভবে সবাই ভালো থাকার চেষ্টা করবে এবং পরপারের ভয়ে ভালো হবায় চেষ্টায় রত থাকবে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category