ভোরের আলো ডেস্ক ঃ জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি রেজানুল হক রাজা ও নিউজ ২৪ টিভির সি. সাংবাদিক বোরহানুল হক সম্রাটের মা সাজেদা বেগম (৮২) আজ রাত পৌণে ১১টা নাগাদ ঢাকার পুলিশ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রয়াত করোনা আক্রান্ত ছিলেন। তাছাড়া, ২০০৭ সালে ইব্রাহিম কার্ডিয়াক ইনস্টিটিউটের স্মৃতিচার করে বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক সমাজের আইকন কদ্দুস আফ্রাদ বলেনঃ বাইপাসের দুদিন পর তাঁরও বাইপাস করা হয়। সিসিইউতে আমরা পাশাপাশি ছিলাম। সেখানেই পরিচয়।
অসম্ভব আধুনিক চিন্তার মানুষ ছিলেন তিনি। গত ১৫ বছরে প্রয়াতের সন্তানদের সঙ্গে দেখা হলেই এই মহীয়সী জননীর খোঁজ খবর নিতাম। আজ তিনি আমাদের ছেড়ে চির বিদায় নিলেন। মনটা ভীষণ ভারী হয় গেল।
প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্রষ্টার কাছে প্রার্থনা, তাঁকে জান্নাতে কবুল করো।
বলা বাহুল্য, প্রয়াত সাজেদা বেগমের স্বামীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। উনার রোগ মুক্তির জন্য দোয়া চাইছি।