ভোরের আলো ডেস্কঃ নড়াইল লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) বেলা ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অফিসার আব্দুল হামিদ এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময়ে তিনি বলেন, চাচই ধানাইড় মাধ্যমকি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করলে সাধারণ অভিভাবক সদস্য পদে ১৭ টি, সংরক্ষিত অভিভাবক সদস্য পদে ১৩ টি, শিক্ষক প্রতিনিধি পদে ২ টি, সংরক্ষিত দাতা সদস্য পদে ১ টি মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা মো.রবিউল ইসলাম (সুরুজ) ,মেহেদী হাসান, সাগর শেখ ,জেসমিন নাহার শিল্পী; শাহ্ মো.ফেরদৌস( সোহেল), মো. জাবের শেখ ,খোয়াজ আলী খন্দকার,সৈয়দ মাহাবুর রহমান প্রিন্স ,আজাহার মোল্ল্যা ,মেজবাহ্ উদ্দনি পারভেজ ,সেলিনা পারভীন , ইকবল হোসেন ,অনিমেষ পাঠক , সুখিয়া খানম ,এস এম মাহমুদুল হাসান জিরু , খন্দকার ফয়সাল আলী , হাফিজুর রহমান ,রুহুল আমিন । বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইঅন্তে তাদের সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৯ তারখি চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী ২ তারিখ বেলা ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মাধ্যমিক বিদ্যালয়ের ভোটার তালিকার অনিয়মের অভিযোগ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।