ভোরের আলো ডেস্কঃ এক চাচাতো ভাইকে জবাই করে হত্যা করেছে আরেক চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায়।
আজ বুধবার, ২১ সেপ্টেম্বর উকিলপাড়া এলাকার সিএনজি স্ট্যান্ডের পিছনের সন্ধ্যার কিছু পরে এক বাসায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হওয়া যুবকটির নাম আবির হাসান রাহাত(২২) । সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার দক্ষিণ খয়রাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের ছেলে। নিহত ছেলেটি গুরুদয়াল সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। রাহাত বসবাস করতেন শহরের খরমপট্টিতে।
হত্যাকারী ছেলেটির নাম জুবায়ের হাসান (২৬)। সে গুরুদয়াল সরকারী কলেজে অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করে । তার বসবাসরত এলাকার নাম গাইটাল।
শহরের উকিলপাড়ার জোবায়েরের বোন আরিফা সুলতানার বাসায় এ হত্যাকান্ডটি ঘটে। নিহত রাহাত আরিফা সুলতানার ছেলে ফুয়াদকে প্রাইভেট পড়াতেন।
আরিফা সুলতানা জানান, প্রতিদিনের মত বুধবার সন্ধ্যায় ফুয়াদকে পড়াতে আসেন আবির হাসান রাহাত। এসময় হঠাৎ সেখানে জোবায়ের এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাহাতের সাথে তর্কে জড়িত হয়ে পড়ে। বাক-বিতন্ডের এক পর্যায়ে জোবায়ের কোমর থেকে ধারালো ছোরা বের করে রাহাতের গলায় চালিয়ে দেয়। অতঃপর জোবায়ের দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি ভোরের আলো বিডিকে জানান, "এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শীঘ্রই আসামী ধরতে সক্ষম হবো।"