আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদের তথ্য পেতে সাংবাদিকরা যেসব সোর্সের সহযোগিতা নেন তাদের নাম কারো কাছে প্রকাশ বাধ্য নন বলে জানিয়েছে ঢাকা হাইকোর্ট

ভোরের আলো বিডি ডেস্কঃ
“”””””””‘””””””””””
এতদিন সাংবাদিকরা উৎকন্ঠায় ছিল সন্ত্রাসী কর্তৃক সংবাদের সোর্স খোঁজা নিয়ে। কোনো কোনো পত্রিকা প্রতিষ্ঠান নিজ স্বার্থে নিজ ঘাড়ের দায় এড়াতে একজন ক্রাইম অনুসন্ধানীর নাম গোপনে বলে দিতো। সোর্সরা হয়ে যেত কোনঠাসা। হেয় প্রতিপন্ন হত সমাজে। প্রভাবশালীদের দাপটে নিগ্রহের শিকার হতে হয়েছে সংবাদ সোর্সদের। হাইকোর্টের রায় অনুযায়ী সের্সদের নিরাপত্তাবিধানে এ আইনটি বাস্তবায়িত হলে সের্সরা স্বস্তি পাবে এবং যে কোনো সংবাদ গণমাধ্যমে পাঠাতে তারা সাহস পাবে।
এ ব্যাপরেই হাইকোর্ট তাদের উপলব্দিতে এক যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে। তা হলোঃ

সংবাদের তথ্যের জন্য সাংবাদিকরা যে সোর্স ব্যবহার _______________________________________
করেন, তা কারও কাছে প্রকাশে বাধ্য নয় বলে রায় _______________________________________
দিয়েছেন হাইকোর্ট।
_____________

রাষ্ট্র বনাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গতকাল রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, “সার্বিক দিক বিবেচনায় আমাদের মতামত হলো, সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা সাংবিধানিকভাবে এবং আইনত দুর্নীতি এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে পারবেন।

“এই মামলার শুনানি পর্যালোচনা করে এটাই প্রতিয়মান যে, কোনো সাংবাদিক তার নিউজের তথ্যের সোর্স কারও কাছে প্রকাশ করতে বাধ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category