রেজাউল হাবিব রেজা ঃ
গতকাল সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
নানাবিধ বিষয় নিয়ে গতকাল ১৪ নভেম্বর সোমবার বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামে। এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার মজুমদার , মোঃ সাইফুল আলম, মোঃ আনোয়ারুল হক, মহাসচিব মোঃ ফারুক ইসলাম,যুগ্মসচিব এম এ আকাশ,সাংগঠনিক সচিব মাসুদুর রহমান দিপু,অর্থ সম্পাদক হেলালুদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় তারা দেশব্যপী সংগঠনের উপজেলা ও জেলা শাখা পূণর্গঠনসহ সাংবাদিকদের স্বার্থ রক্ষা,অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, সাংবাদিকতার দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইত্যাদি বিষয়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।