গোটা বিশ্বজুড়ে টানটান উত্তেজনা থাকবে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে। বাংলাদেশও এর বাইরে নয়।
দেশি বিদেশী ফুটবল ভক্তদের পদচারণায় মুখরিত কাতার। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার।
আজ রাত বাংলাদেশ সময় রাত ১০টায় পর্দা উঠবে বিশ্বকাপ আসরের। প্রথম খেলায় স্বাগতিক কাতারের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামছে ইকোয়েডর।
এই প্রথম কোন আরব দেশে শুরু যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের মত বড় আয়োজন। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কাতার সেজেছে অপরূপ সাজে। ফুটবল ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে কাতার।
এর আগে রাত ৮টায় শুরু হবে চোখ ধাঁধানো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি উপভোগ করবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
এ আয়োজন করতে গিয়ে কাতারকে খরচ করতে হয়েছে কাড়ি কাড়ি অর্থ। সেই সঙ্গে বড় আয়োজনের সক্ষমতার চ্যালেঞ্জতো ছিলই। পশ্চিমা বিশ্বের সকল সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাতার পেরেছে অতবড় আয়োজন করতে। এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোন অঘটন ছাড়াই আয়োজনের সফল সমাপ্তি টানা। সেটা সময়ই বলে দিবে। এজন্য কাতারকে অপেক্ষা করতে হবে অন্তত একমাস।
বিশ্বকাপ ফুটবল আসরের গোপত্তন হয়েছিল ১৯৩০ সালে। এবার কাতারে বসছে ২২ তম আসর। কাতার তার দেশে বিশ্বকাপ আয়োজনকে মহাযজ্ঞ হিসেবেই দেখছে।
এবার বিশ্বকাপ আসরে অংশ নিচ্ছে ৩২টি দেশ। ২৯ দিনের মহাযজ্ঞে কাতারের আটটি স্টেডিয়ামে খেলবে বিশ্বের বাঘা বাঘা ফুটবল টিম। এজন্য ওই আটটি স্টেডিয়ামকে অত্যাধুনিক করে তৈরি করেছে কাতার।
২১০ বিলিয়ন খরচ করেছে বিশ্বকাপ আয়োজনে মরুদেশ কাতার। ১৯৭১ সনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাওয়া কাতার তার প্রাকৃতিক সম্পদের জন্য বিশ্বের ধনী দেশগুলোর একটি হতে পেরেছে। আয়তনে রাজধানী ঢাকার প্রায় চারগুণ কাতার। এত ছোট্ট একটি দেশে বিশ্বকাপের মত বড় আসরের আয়োজন এবারই প্রথম।
আর মাত্র কয়েক ঘন্টা বাকি বিশ্বকাপ আসর শুরুর। গোটা কাতার জুড়ে তাই এখন বিরাজ করছে টান টান উত্তেজনা। এ আসরকে কেন্দ্র করে কাতার এখন লোকে লোকারণ্য। সারা পৃথিবী থেকে ফুটবল ভক্তরা ভিড় করেছেন কাতারে। প্রায় সবার গায়েই প্রিয় দলের জার্সি। সবার অপেক্ষা আর কতক্ষণ বাকি আসর শুরুর! সেইসাথে সবার মনেই প্রশ্ন জেগেছে প্রিয় বিশ্বকাপ এবার কে জিতবে? সেই ধ্যন-ধারণায় কেহ কারো পক্ষ অবলম্বন করে কাটিয়ে দেবে শেষ বিজয় দেখার প্রত্যাশায়।