মোঃ জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধিঃ
"চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে”এই শ্লোগানকে সামনে রেখে করিমগঞ্জ থানা পুলিশ করিমগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ লিটার চোলাই মদ সহ ৪ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।এসময় তাদের হাতে থাকা বাজারের ব্যাগে ৮ লিটারর করে সর্বমোট ৩২লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করে করিমগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার (২৭নভেম্বর)করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকীর নির্দেশনায় করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স (এসআই) (নিঃ) রাকিবুল হাসান (এএসআই) মুজিবুর রহমান,(এএসআই) আসাদ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় করিমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা নেত্রকোনা জেলার মজলিস পুর থানার কেন্দুয়া এলাকার পিতা- মৃত মোঃ লাট মিয়ার ছেলে মোঃ জুয়েল (২৪) কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাইটুটি এলাকার পিতা নইমুদ্দিন মিয়ার ছেলে রোকন (২৬) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার, জাফরাবাদ ইউনিয়নের পিতা সাবেক সোরাব মেম্বারের ছেলে আওয়াল (২৭) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বাওয়াল গ্রামের পিতা -ফারুক মিয়ার ছেলে সাগর মিয়া (১৯)।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় অভিযানে তাদের কাছে থেকে ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।এঘটনায় করিমগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।