আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীদের ওইতিহ্যবাহী তীর ছোঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোরের আলো ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীদের ক্রীড়া ও ঐতিহ্যবাহী তীরছোঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৬ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে গাইবান্ধার জনউদ্যোগ নামের একটি নাগরিক সংগঠন। তাতে অর্ধশতাধিক সাঁওতাল নারী অংশ নেন।
প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান র‍্যাফেল, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, জনউদ্যোগের কেন্দ্রীয় সদস্য সচিব তারিক হোসেন, গাইবান্ধা জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু প্রমুখ।

বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা বিলুপ্ত হওয়ার পথে। শুধু আদিবাসীই বিলুপ্ত হচ্ছে না, তাঁদের সংস্কৃতিও বিলুপ্ত হচ্ছে। এরা বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী। অধিকাংশই ভূমিহীন, তাঁদের হাতে ভূমি নেই। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আদিবাসী মন্ত্রণালয় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় অবিলম্বে আদিবাসীদের জন্য পাঠ্যপুস্তক, তাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষায় সরকারি উদ্যোগ নেয়া দরকার।

শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category