ভোরের আলো ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ৭৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৩ডিসেম্বর-২০২২(শুক্রবার)
থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে সকাল ৯ঘটিকায় এ সাহিত্য সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার, শিল্পী,গীতিকার ও কবি আজিজুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন মোঃ জাহাঙ্গীর আলম,
সংগঠনের নারী অংশের সাবেক সাধারণ সম্পাদিকা মির্জা মাহবুবা বেগ মৌসুমী।
ভোরের আলো সাহিত্য আসরের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল।
কবি,গীতিকার ও ছড়াকার মর্তুজা জামাল। পাঠাগারের বই সংগ্রাহক ও শাপলাপ্রেমী মোঃ আলমগীর অলিক, কবি ও ছড়াকার আফরোজা খাতুন।
অনুষ্ঠানে আবৃত্তি, গান ও বক্তব্য প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন ১৯৭১সনের নানা স্পটের যুদ্ধের কাহিনী তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সভাপতি আজিজুর রহমান তার নাট্যকর্মের অতীত স্মৃতিচারণ করেন। প্রসঙ্গ আনেন তরুণ বয়সে সাংস্কৃতিক কার্যক্রমের নানা উদ্যোগের বিষয়াদি। সব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ৭৯১তম সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply