ভোরের আলো ডেস্কঃ
গতকাল রবিবার সকাল ১০ঘটিকায়
২৫ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদের ৪২ তম সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে লায়ন মোহাম্মদ নুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র ভাইসচেয়ারম্যান আবুল বাশার মজুমদারের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সংস্থার,ভাইসচেয়ারম্যান রেজাউল হাবিব রেজা, ভাইসচেয়ারম্যান আনারুল হক,ভাইসচেয়ারম্যান আলতাফ হোসেন, মহাসচিব ফারুক হোসেন,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান দিপু, অর্থসম্পাদক হেলাল উদ্দিন হিলু,শিক্ষা ও কল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সরকার, খায়রুল ইসলাম ,ঢাকা বিভাগীয় সম্পাদক মীর হোসেন চঞ্চল,রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আঃ রহমান,ঢাকা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন,সংস্থার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি এইচ এম তোহা, চট্টগ্রাম থেকে তৈয়ব চৌধুরী, চাঁদপুর থেকে মানিক চন্দ্র দাস, সাংবাদিক নিলুফা এয়াসমিন, বরগুণা থেকে স্বপন, হবিগঞ্জ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল থেকে মেঃ মাসুদুর রহমানসহ সারাদেশ থেকে আগত তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ বার্ষিক সম্মেলনে সংগঠনের সংহতি,ঐক্য ও মজবুতির জন্য কেন্দ্রীয় নির্বাহি পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম খোলামেলা মতামত আহবান করেন। এতে সংস্থার দায়িত্বে থাকা প্রত্যেকেই তাদের স্ব-স্ব মতামত ব্যক্ত করার সুযোগ পায়। চেয়ারম্যান নূর ইসলাম বলেনঃ এমন উম্মূক্ত আলোচনা করার সুযোগ থাকার নামই গণতন্ত্র। চেয়ারম্যান আরো বলেনঃ আমাদের সাংবাদিক সংস্থায় চাঁদাবাজীর সকল পথ রুদ্ধ করেছি। শঠতা,হঠকারীতা,প্রতারণা করে সাংবাদিক সংস্থায় কারো থাকার প্রয়োজন নেই। আমরা ভোগের স্থলে ত্যাগের উদাহরণ সৃষ্টি করেছি। সংস্থায় জবাবদিহিতার সংস্কৃতি চালু করেছি যা আগে ছিলনা। আমি আপনাদেরকে একটি স্বচ্ছ্-সৎ ও সুশৃঙ্খল সাংবাদিক সংস্থা উপহার দিতে চাই, যা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ লক্ষেই আমি বিনা স্বার্থে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। যার ফলে আপনারা আজ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এই জাতীয় প্রেসক্লাবে এমন সম্মেলন দেখতে পাচ্ছেন। আশা করি আমার এ তৎপরতা আমৃত্য অব্যাহত থাকবে।
সম্মেলনে মূহুর্মূহুর করতালির মাধ্যমে চেয়াম্যানের এ ভাষনকে তখন স্বাগত জানাতে দেখা গেছে।
তাছাড়া এ বিজয় মাসে বিজয়ী চেতনা তথা মুক্তিযুদ্ধের চেতনায় শপথ নেবার অঙ্গিকারও করেন তিনি। তিনি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় কলমযুদ্ধ চালাবার উদাত্ত আহবান জানান।
পরিশেষে তিনি ৪ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।