আল-কাউসার
------------
হোসেনপুর উপজেলাধীন গোবিন্দপুরে আজ ২৮ ডিসেম্বর-২০২২(বুধবার) বিকালে বিশিষ্ট সমাসেবক মোঃ সিরাজউদ্দিনের ব্যাক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিরণ করা হয়েছে।
শীতের প্রকোপে যখন দরিদ্র জনগোষ্ঠী মানবেতর জীবন যাপন করছে ঠিক সেই মূহুর্তে এগিয়ে এসেছেন হোসেনপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ সিরাজ উদ্দিন। তিনি বলেনঃ "এ বস্ত্র বিতরণ শুধু প্রদর্শণী নয়, বিপন্ন মানবতার কষ্ট লাঘবে এগিয়ে এসে পারস্পারিক ভ্রাতৃত্ব ও মানবতাবোধ জাগ্রত করে একটি সহানুভূতিশীল সমাজ গঠনই আমার উদ্দেশ্য।"
তিনি আরও বলেন ঃ আমি সামান্য চেষ্টা করেছি। আপনারা যারা বিত্তশালী আছেন তাদেরও উচিত এভাবে মানবতার সেবায় এগিয়ে আসা।
পরে তিনি প্রায় ৫০ জন শীর্তাদের মাঝে শীর্তবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক বাসদ মার্কসবাদী নেতা আলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।