ভোরের আলো বিডি ডেস্কঃ
""""""""""""""""""""""""""""""""
গতকাল ২৮ডিসেম্বর (বুধবার) ইন্টারন্যাশনাল ফোরাম আইসিএফ আয়োজিত কালচারালডিওএইচএস শপিং কমপ্লেক্স চত্বরের বিজয় অনুষ্ঠানে কৃতিমানদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এতে আইসিএফ চেয়ারম্যান কাজী ফারুক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, ঔপন্যাসিক-শিল্পী ড. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্নেল (অব) মো. ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী মো: আসাদুল ইসলাম আসাদ, কবি আবু জাহিদ সাদিক, কবি জান্নাত খান প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর 'জনতার শেখ হাসিনা' এ্যালবাম প্রকাশের মূল্যায়নে গীতিকার কাজী ফারুক বাবুলকে এ্যাওয়ার্ড প্রদান করার পর বক্তারা তার অনন্য সৃষ্টি সম্ভারকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান।
এছাড়া বিশিষ্ট গীতিকার ও সুরকার মীর লিয়াকত আলীকে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ICF AWARD 2022 প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দিলরুবা খানম ছুটি'র চমৎকার সঞ্চালনায় আয়োজনের মধ্যে ছিলো আবৃত্তি, উত্তরীয়-পর্ব, ঝকঝকে স্মরণিকা 'চাঁদতারা'র মোড়ক উন্মোচন ও বিতরন, আপ্যায়ন ও এক ঝাঁক শিল্পীর পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান 'বিজয়ের গান'।
(প্রেসবিজ্ঞপ্তি।।আইসিএফ।
সংবর্ধনা ও সম্মাননা কমিটি)