রেজাউল হাবিব রেজা
ভোরের আলো সাহিত্য আসরের ৭৯৪তম সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক ডাঃ মোবারক হোসেন খানের মৃত্যুতে এক শোকসভা ও দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত১৩জানুয়ারি,শুক্রবার(২০২৩) সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জ সদর মডেল থানা সংলগ্ন ভোরের আলো কার্যালয়(মডার্ণ ডেন্টাল কেয়ারে) এই সভা অনুষ্ঠিত হয়।
এই শোক সভা,ও দু'আ অনুষ্ঠনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মো নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা, লক্ষীপুর বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভুইয়া।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও ভোরের আলোর অন্যতম শুভাকাঙ্ক্ষী মোঃ শফিউল আলম।
সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিন আকন্দ।
প্রয়াত ডাক্তার মোবারক হোসেন খানের বড় ভাইশের স্ত্রী মোছাঃ নাহার খাতুন
সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার কবি মো মোতাহের হোসেন।
কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ও ভোরের আলোর অন্যতম সহসভাপতি মোঃ এম এ হালিম তালুকদার।
ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক, বিশিষ্ট তথ্য সংগ্রাহক, সাংবাদিক আমিনুল হক সাদী।
সংগঠনের উপদেষ্টা লায়ন জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাকীম মোঃ সুলতান আহম্মদ।
শোকসভায় উপস্থিত থেকে কান্না ভেজা আবেগে বক্তব্য রাখেন প্রয়াত মোবারক হোসেন খানের বড় সন্তান মোঃ মোজাফ্ফর হোসেন খান অর্ক ও ছোট ছেলে মোঃ মোদাব্বির হোসেন খান অরন্য। এসময় সবার চোখে জল আসতে দেখা যায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি মোঃ জিয়াউর রহমান, ডাঃ মোবারক হোসেনের পড়ার সাথী ডাঃ মোছাঃ জুলেখা খাতুন, কবি ও গীতিকার মোঃ আজহারুল ইসলাম,
ভোরের আলো সাহিত্য আসরের সহকারি সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর রেহান।
ভোরের আলোর সাবেক সাধারণ সম্পাদক(নারী অংশের) মির্জা মাহবুবা বেগ মৌসুমী।
ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক সংগঠক মোঃ শাহীনুর ইসলাম শাহীন মিয়া।
ভোরের আলোর সাবেক সাংগঠনিক সম্পাদক সসংবাদিক আবুল কাসেম।
ভোরের আলোর অন্যতম শুভাকাঙ্খী ডাঃ মাহফুজা সুলতানা রোমা ওরফে রেমা সিদ্দিকা।
সংগঠনের আত্মজ সম্পর্কশীল কবি ও ছড়াকার প্রশান্ত কুমার বিশ্বাস।
সংগঠনের নিয়মিত সদস্য কবি-ছড়াকার- গীতিকার ও দন্তচিকিৎসক মোঃ জিয়াউর রহমান,
ভোরের আলো সংগঠনের সাংস্কৃতিক সদস্য, নিউজ সেভেনটিন অনলাইন ভার্সনের কটিয়াদী উপজেলার প্রতিনিধি
মোছাঃ রীমা আক্তার।
মাহী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ইমনসহ আরো নাম না জানা অনেকেই।
হঠাৎ আলোচনাস্থল পরিবর্তন করে প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠান করায় অনেকেই ফিরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শোক সভায় সবাই একবাক্যে মোবারক হোসেন খানের নানা বিষয় স্মৃতিচারণ করেন। এই প্রয়াতের গ্রামের বাড়ী ছিল তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওতান গ্রামে। তিনি স্ত্রী, ২ছেলে ও ১শিশু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন। তনি শিক্ষার প্রতি অনেক অনুরাগী ছিলেন।
তিনি এলএলবি কোর্স সমাপ্ত করেছিলেন। তাছাড়া তিনি আবদুল কুদ্দুস হোমিওপ্যাথিক কলেজের একজন প্রভাষক ছিলেন। তিনি সর্বদা সদলাপী ছিলেন। একই সঙ্গে সংগঠনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ জেলা ইউনিট, নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরাম,তাড়াইল ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদ, কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি, কিশোরগঞ্জ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদসহ বহু সংগঠনের মূল দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যও ছিলেন।
এই গুণী প্রয়াতের স্মরণে গত ১৩জানুয়ারি সন্ধ্যায় বৃন্দা ডায়াগনস্টিক সেন্টারে নিরাপদ সড়ক চাই আন্দোলন ও কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরাম এর যৌথ উদ্যোগে একটি স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিটি অনুষ্ঠানে বক্তাগণ তার শূণ্যতা অনুভব করে। তার মতো সৃজনশীল ও তাৎক্ষণিক উদ্ভাবনী এক নক্ষত্রের তিরোধানে সবাই শোকাহত। তার মৃত্যুতে সবাই তার পরকালীন নাজাত মুক্তি কামানা করেন। একই সঙ্গে তার পরিবার পরিজনের শোক বইবার ও ধৈর্য ধারণ করার শক্তি কামনা করেন মহান আল্লাহর দরবারে।
পরিশেষে পিতৃহারা মোজাফফর হোসেন খান অর্ক ও মো মোদাব্বির হোসেন খান অরণ্যকে দেখবাল করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে সবার প্রতি আহবান জানিয়ে
উপরোল্লেখিত শোক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।