ভোরের আলো বিডি ডেস্কঃ(কিশোরগঞ্জ)
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি মাসুদ পারভেজ চৌধুরীর পিতা মো: নুরুল ইসলাম চৌধুরী গত ১৮ই জানুয়ারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
আজ ২২ জানুয়ারি (রবিবার) বাদ মাগরিব জাতীয় সাংবাদিক সংস্থা রাজাশাহী বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় ও জেলা কমিটির উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক দু'আর আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে রাজশাহী বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নূরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থার স্ব-স্ব ইউনিটের নেতৃবৃন্দ সাংবাদিক পিতার জন্য দু'আ সহ মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।