প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ১২ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী

- ভোরের আলো ডেস্কঃ১২ফেব্রুয়ারি কিশোরগঞ্জে উদযাপিত হচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই লক্ষে সকাল ৯ঘটিকায় একটি র্যালি সৈয়দ নজরুল ইসলাম চত্বর হতে শুরু করে আখড়াবাজার হয়ে আঠারবাড়ি কাচারী মোড় দিয়ে গৌরাঙ্গ বাজার পার হয়ে কালীবাড়ি মোড় সন্নিকটে সৈয়দ নজরুল ইসলাম চত্বর এসে সমাপ্ত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সাংবাদিক সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮২ সালে ১২ই ফেব্রুয়ারি। তৃণমূল সাংবাদিকতায় সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতেই এর প্রয়াস।
জাতীয় সাংবাদিক সংস্থার নামে আরেকটি সংগঠন রয়েছে। একটি সাংবাদিক সংগঠনের নাম জাতীয় সাংবাদিক সংস্থা প্রাইভেট লিমিটেড কোম্পানী। অপরটির নাম শুধুমাত্র জাতীয় সাংবাদিক সংস্থা। একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর অপরটি হলো স্বাধীনতা বিরোধী সংগঠন। একটিতে চাঁদাবাজীর খেলা চলে আর অপরটিতে চলে মানুষের সেবা।
১২ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যে প্রতিষ্ঠানটি ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সেটি হলো মুক্তিযুূ্দ্ধের চেতনায় বিশ্বাসী।
- প্রাইভেট লিমিটেড কোম্পানীর সংস্থাটির নেতা রাজাকার আলতাফ হোসেন। আর শুধুমাত্র জাতীয় সাংবাদিক সংস্থার নেতা মুক্তিযোদ্ধা প্রজন্ম'র লায়ন মোঃ নূর ইসলাম। যিনি চাঁদাবাজীর উর্ধ্বে ওঠে সর্বদা সাংবাদিক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নিরন্তর সচেষ্ট।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.