মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি,কিশোরগঞ্জ
অগ্নিকাণ্ডের ফলে মানুষ নিঃস্ব হয়ে পড়ে।এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বগুড়া ধুনট উপজেলার যমুনা নদীর বাঁধের উপরে তালাবদ্ধ ঘরে।১৭ই ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৫ঘটিকায় অগ্নিকাণ্ডটি ঘটে।ঐ মূহুর্তে তালাবদ্ধ ঘরে ছিলো ঘুমন্ত দুই শিশু মোস্তাকিম (৩) ও সিয়াম (৫)।তারা ধুনট উপজেলার ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রী লিটন আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়,লিটন আহমেদ কর্মের তাগিদে টাঙ্গাইল বসবাস করেন।স্ত্রী গোলাপি বেগম তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধের উপরে বসবাস করেন।গোলাপি বেগম গৃহস্থালি দেখাশোনার পাশাপাশি ছাগল পালন করেন।দুপুরের দিকে তিনি ছাগল চরাতে নদীর চরে যান।এবং তার বড় ছেলে বাঁধের পাশে অন্যত্র চলে যায়। গোলাপি বেগম ছাগল চরাতে যাওয়ার সময় তার দুই শিশু পুত্র মোস্তাকিম ও সিয়ামকে ঘুমন্ত অবস্থায় ঘরে তালা দিয়ে যায়।বিকাল ৫টার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,ঐ মূহুর্তে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।কিন্তু ঘটনাস্থলে পৌছার আগেই তালাবদ্ধ ঘরে মোস্তাকিম ও সিয়ামের মৃত্যু ঘটে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন,ঘটনাস্থল পরিদর্শক করা হয়েছে।ঐ ঘটনায় দুটি ঘর পুড়াসহ দুইজন শিশু নিহত হয়েছে!