রেজাউল হাবিব রেজা
জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে
বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সবাই শান্তিময় পরিবেশে উপভোগ করে।
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি।
বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আ ন ম নৌশাদ খান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমদ আবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কিশোরগঞ্জের পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, খান ব্রাদার্স গ্রুপ অফ কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমদ খান রবিন, ময়মনসিংহ অঞ্চলের মাউশি'র উপ-পরিচালক ফেরদৌস আহম্মদ ভূঁঞা,কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতিআমিনুল ইসলাম আশফাক।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা,
সমন্বয়কের দায়িত্ব পালন করেন অনুষ্ঠান উপকমিটির আহবায়ক মুহাম্মদ ফুরকান উদ্দিন ও সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম সেলিম।
অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রুপে ক্রীড়ায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।