ভোরের আলো ডেস্কঃ
আজ (২১শে ফেব্রুয়ারি) , মঙ্গলবার, সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা-জেলা ইউনিট কিশোরগঞ্জের উদ্যোগে ভাষা দিবসের ওপর আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচী পালন করা হয়। নিউজক্যাসেল বিডিকম এর সম্পাদক নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাংবাদিক সংস্থা- জেলা ইউনিটের সাধারণ সম্পাদক লেখক আমিনুল হক সাদী,
স্বাস্থ্যবিভাগে কর্মরত মোঃ আরজু মিয়া, ডিবি-তে কর্মরত অফিস স্টাফ শিল্পী শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শিল্পী মোঃ জসীম উদ্দীন,দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া, কবি মোঃ সামছুজ্জামান, মানবাধিকার নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, শাপলা-গাছ ও পরিবেশ প্রেমিক আলমগীর অলিক, ভোরের আলো সাহিত্য আসরের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী মোঃ জহিরুল হাসান রুবেল ও ক্ষুদে শিল্পী আল তুহীন বাপ্পি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রেজাউল হাবিব রেজা।
Leave a Reply