আল-কাউসার,সিনিয়র স্টাফঃ
আজ ২২ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১ ঘটিকায় হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম রিফাত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুয়া স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রেজাউল হাবিব রেজা, স্কুলের জমিদাতা ফকির মোঃ মাহতাব উদ্দিন।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন হারুয়া স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল ইয়াসবা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষক রাফেজা আক্তার।
উক্ত অনুষ্ঠানে "যেমন খুশি তেমন সাজ" প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম নিজ হাতে এসব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে শিশুদের নাচ সবার দৃষ্টি কাড়ে। শেষে অতিথির মাঝেও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।