মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
১০ই মার্চ আজ শক্রবার সকাল ৮ঘটিকায় মর্ডান ডেন্টাল,কালি বাড়ি(থানা মার্কেট) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হলো ভোরের আলো সাহিত্য আসরের ৮০২তম সভা।সভাটি সকাল ১১টা পর্যন্ত চলে। পুরো অনুষ্ঠান জুরে সঞ্চালনা করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রেজাউল হাবীব রেজা।এ আসরে স্থান পায় কবিতা আবৃত্তি, গান, গজল ও কৌতুকসহ সাহিত্যের বিভিন্ন অংশ।
এসময় উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম,শিল্পী আবুল কালাম,কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শফিউল আলম,কবি জামাল উদ্দিন,সাংবাদিক মো: সারোয়ার জাহান,ক্ষুদে শিল্পী ফুরকান মিয়া ও নারী নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমি প্রমুখ।
অনুষ্ঠানটি সভাপতি আজিজুর রহমানের আবেগঘন আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হলেও চা চক্রের মধ্য দিয়ে মূলত সমাপ্তি হয়।