মো: সারোয়ার জাহান,বিশেষ সংবাদদাতা
করিমগঞ্জ উপজেলার দেহুন্দা উচ্চ বিদ্যালয়ে ১৫ই মার্চ আজ বুধবার সকাল ১১ঘটিকায় অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।রাজনৈতিক ও আমলাতান্ত্রীক জটিলতার কারণে প্রায় দীর্ঘ এক যুগ পর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে সভাপতি হিসেবে ছিলেন মো: সাইফুল ইসলাম,প্রধান অতিথি হিসেবে ছিলেন একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী শামীম আরা নিপা, প্রধান মেহমান হিসেবে ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার চেয়ারম্যান, ৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হানিফ ও অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও প্রধান মেহমান কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান এম এ হানিফ। পর্যায়ক্রমে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটিতে ২০টি ইভেন্টের ব্যবস্থা ছিল। মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ ডিসপ্লে ও বাংলাদেশ টেলিভিশনের জাদুরাজ দীপুর চমৎকার ম্যাজিক।
অনুষ্ঠানের শুরুর দিকে আবহাওয়ার অবস্থা খারাপ থাকলেও দিনব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি হয়।