প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
ট্রেনের ধাক্কায় গোপালগঞ্জের এক ইজিবাইক চালকের মৃত্যু
মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
- বাসস সুত্রে জানা যায়, গোপালগঞ্জ, জেলার টুঙ্গিপাড়ায় আজ ১২এপ্রিল, বুধবার, সকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫)নামে এক ব্যাটারী চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সকাল পৌঁনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ শেখ একই উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কা লাগে। মিরাজ শেখ ইজি বাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ শেখ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.