প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ
আগামীকাল শুক্রবার সকাল ১০ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের ১৫তম প্রতিষ্ঠাদিবস
![]()
- ভোরের আলো ডেস্কঃ আগামীকাল ১৪ এপ্রিল -২০২৩, শুক্রবার ভোরের আলো সাহওত্য আসরের ১৫তম প্রতিষ্ঠাদিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভোরের আলো সাহিত্য আসর ১৪এপ্রিল ২০০৮ সালে নতুন করে লিখিত আকারে যাত্রা শুরু করে। এ সংগঠন মূলত অলিখিতভাবে ২০০৩সালে শুরু হয়েছিলো। কওন্তু তখন তার কোনো লিখিত ডকুৃমেন্ট ছিলোনা। ২০০৮ সাল থেকে এই ভোরের আলো নথিপত্র সংরক্ষণ করে। তখন থেকে ভোরের আলো সাহিত্য আসরের সাপ্তাহিক আসরের গননা শুরু হয়। তার আগে লিখিত ডকুমেন্ট না থাকায় সাহিত্য আসরের সংখ্যা কম ধরা হয়েছে। আমাদের সাপ্তাহিক সহিত্য সভা ছাড়াও আরো বাড়তি প্রোগ্রাম হয়ে থাকে। সবগুলো একত্রে বিন্যাস করা হলে ভোরের আলো সাহিত্য আসরের ১২০০তম সভা ছাড়িয়ে যাবে। কিন্তু ২০০৮সালের পর হতে ক্রমিক সংখ্যা লিখতে শুরু করায় তা হবে ৮০৮তম সভা। এ সংখ্যাটা অতীতের ৫বছরের অনুষ্ঠান বাদ দিয়ে ধরা হয়েছে। আগমীকাল শুক্রবার তা ১৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালিত হচ্ছে। এতে ভোরের আলো সাহিত্য আসর পরিবার সকলকে যথা সময়ে আসার জন্য অনুরোধ করেছে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.