ভোরের আলো ডেস্ক
১৭ই এপ্রিল মঙ্গলবার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে বৈরাগী বংশের বিশাল ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ইফতারের পূর্ব মূহুর্তে আনির বৈরাগীসহ উক্ত বংশের সকল প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত ও নতুন প্রজন্মের জন্য সুখি সম্বৃদ্ধ জীবন কামনা করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হানিফ উপস্থিত হয়ে ইফতার পার্টিকে প্রাণবন্ত করে তুলেছে।
পুরো পার্টি জোরে 'আল্লাহর সৃষ্টি মানুষ সকলেই সমান' বিষয়টি লক্ষ্য করা যায়। কেননা অনুষ্ঠানে ধনী-গরীর,নবীন-প্রবীণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারিবদ্ধভাবে ফাটিতে বসে বংশীয় মেলবন্ধনে আবদ্ধ হয়ে হাজারো মানুষ ইফতার খেয়েছে। আনির বৈরাগীর সুযোগ্য উত্তরসূরী হ্বাজী আনোয়ার হোসেন সোহবার বলেন,বিচ্ছিন্ন থাকার মধ্যে কোন আনন্দ নাই।আমরা সর্বদায় এক হয়ে চলার চেষ্টা করবো। একে অপরের সুখ দুঃখে এগিয়ে আসবো।পাশাপাশি বংশের মান মর্যাদা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।এ ইফতার পার্টিতে সাংবাদিক সারোয়ার জাহান, সবুজ মেম্বার, আবু শাহেদ মাষ্টার, মুফতি মাওলানা আব্দুল কাদির মাশহুরি, আমিনুল, হাদিছ,আব্দুল্লাহ, হিমেল প্রমুখ ব্যক্তিগণও বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।