প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৭০বছর বয়সী বৃদ্ধের ৮বছরের শিশুকে ধর্ষণ! ধর্ষককে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত

ভোরের আলো বিডি ডেস্কঃ
গত সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ মো: কুদ্দুছ(৭০) একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধ মো: কুদ্দুছকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
ভুক্তভোগী শিশুর স্বজনরা বলেন, মো: কদ্দুছ প্রায় সময়ই ৯ বছরের শিশুটিকে রাস্তাঘাটে পেলে অশ্লীল কথাবার্তা বলতো এবং চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ লালসা দেখিয়ে ফুসলাতো। গত সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে কুদ্দুছ ঘরে ঢুকে। পরে শিশুটিকে চকলেটসহ বিভিন্ন খাবার দিতে থাকে। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়ের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের দরজা খোলার চেষ্টা করে। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে লোকজন দরজা ভাঙার চেষ্টা করে। এতে কুদ্দুছ ঘর থেকে বের হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অভিযুক্ত কুদ্দুছ-এর মেয়ে স্মৃতি আক্তার (২৫) শিশুটিকে গোসল করায়। পরে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
২৫০শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দায়িত্বে থাকা ডাঃ বলেনঃ শিশুটির পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনী সহায়তায় এই রিপোর্ট হস্তান্তর করা হবে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.