মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
নেত্রকোনা বারহাট্টায় প্রেমে ব্যর্থ হয়ে মুক্তি রানী বর্মণ (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুক্তি রানী বর্মন নিখিল চন্দ্র বর্মনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,২ মে মঙ্গলবার দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা শেষ করে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের শামছু মিয়ার ছেলে মোঃ কাউছার (১৮) রাস্তায় দা দিয়ে মাথায় কুপিয়ে মুক্তি রানী কে গুরুতর আহত করে। সঙ্গে থাকা সহপাঠীদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং দ্রুত মেয়েটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়।সেখানে বিকাল ৫ টায় মৃত্যুবরণ করে।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুনেছি, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটেছে।