সাহিত্য কলাম/(স্বরচিত কবিতা)
রাত তখন বারোটা ছুঁই ছুঁই
নীরবে পথ ধরে হাঁটছি
পথের উপর পাথরের মাদুরে
কিভাবে ঘুমায় ওরা, মনেমনে ঘাঁটছি।
ওদের গায়ে হাঁসের চামড়
হয়তো যাতনা লাগেনা
মাঘের শীতে জলেতে হাঁস
শীত যেমন জাগেনা।
খুলা আকাশটা ছাদের মত
অসীম ধরণী ঘর
মশা-মাছি সাথেই থাকে
করেনা তাদের পর।
ধুলোই বোনা বস্ত্র ওদের
চুলে লেগেছে জট
ওরা কি ভাই মানুষ নাকি
চালচলন উদ্ভট।
নেই পাত্র খাদ্য খাবার
পানি পানেরও কিছু
অন্ন খুঁজে যায়রে বেলা
অভাব ছাড়েনা পিছু ?
পশু-পাখি যেমন করে
ঝড়-বাদলে জাগে
তেমন করেই ওরাও যেন
একই জাতের ভাগে।
Leave a Reply