আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাম বেড়েছে কচুর🖋️✒️ছাদেকুর রহমান রতন

দাম বেড়েছে কচুর
✍️✍️✍️ছাদেকুর রহমান রতন

আত্কা নেতা, হঠাৎ নেতা
ভইরা গেছে দেশ
মাঠে তারা করছে এসে
প্রার্থীতা আজ পেশ।

কোথায় ছিল এতো বছর
পাইনি মোটেও ভাই
তাদের পিছে রামছাগলে
করতেছে খাইখাই।

যে আসে তার কাছেই তারা
চাইছে বড় নোট,
ইলেকশনে দিবেও নাকি
হাজার হাজার ভোট।

নিজের ভোটও গ্যারান্টি নাই
দিচ্ছে পরের আশা
দলের ভিতর এমন নেতা
খেলছে নতুন পাশা।

আত্কা নেতা, হঠাৎ নেতা
বলছে কথা প্রচুর
আসল নেতার মূল্যটা নাই
দাম বেড়েছে কচুর !
————————————–

০৬/০৫/২০২৩ খ্রি.
সময়: রাত ১২:১৫
নিজ বাসা, সাচাইল, তাড়াইল
কিশোরগঞ্জ। ০১৭৫৬৯৩৩৩৫৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category