আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গতকালের ঝড়ে কিশোরগঞ্জে একটি ভবনের ধ্বস !! আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস !!

রেজাউল হাবিব রেজা

গতকাল হঠাৎ চলছিলো প্রচন্ড ঝড়। কোথাও ভেঙ্গে পড়েছে গাছের ডাল। ওপড়ে পড়েছে গাছ। বিদ্যুতের খুঁটিও হেলেছে অনেক। কোথাও কোথাও ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। কিশোরগঞ্জের গাইটালে একটি ভবন ধ্বসে আটকা পড়ছিলো এক ব্যক্তি।

কালবৈশাখী ঝড়ে ভবন ধসে আটকা পড়া সেই লোককে জীবিত উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গাইটাল সিএনজি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভবন ধসে আটকা পড়া কামাল খান (৫০) পার্শ্ববর্তী নেত্রকোনা সদরের দাড়িয়া এলাকার সিরাজ খানের ছেলে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গতকাল জানিয়েছিলেন, বুধবার সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ শহরে প্রচুর ঝড় বৃষ্টি হয়। এসময় শহরের গাইটাল সিএনজি স্টেশন এলাকায় একটি ভবন ধসে একজন লোক আটকা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে  কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের  ২টি ইউনিট   দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে মাত্র ১২মিনিটে লোকটিকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত লোকটিকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।আবুজর গিফারী আরও জানান, ঝড়ে শহরের বত্রিশ এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টা কাজ করে রাস্তা পরিষ্কার করে। এছাড়াও শহরের বারো আউলিয়া মোড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে সেখানেও ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে।

ফায়ার সার্ভিসের তড়িৎ এমন সেবাধর্মী তৎপরতা  কিশোরগঞ্জ বাসীকে মুগ্ধ করেছে। ঝড়ের মোকাবেলায় আগামী দিনেও ফায়ার সার্ভিস এমন সেবাধর্মী তৎপরতায় প্রস্তুত থাকবেন বলে সুধীজন আশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category