রেজাউল হাবিব রেজা
১৭মে বিভিন্ন কারণে ওইতিহাসিক। এই ১৭মে তার ডাক ও যোগাযোগ দিবসটি পালন করা হয় আন্তর্জাতিক দিবস হিসেবে। একই তারিখে বাংলাদেশে পালিত হচ্ছে জাতির জনকের কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস হিসেবে।
আজ ১৭ মে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে নিহত হওয়ার সময় শেখ হাসিনা ছিলেন জার্মানিতে তার স্বামীর কাছে। এ সময় তাদের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এ কারণে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা। পরবর্তী সময়ে তাদের ঠাঁই হয় প্রতিবেশী ভারতে। এক পর্যায়ে শেখ রেহানা লন্ডনে চলে যান। আর ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটে শেখ হাসিনার। তিনি এ অবস্থায় অপেক্ষায় ছিলেন কবে দেশে ফিরবেন?
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি বাংলাদেশে ফিরেন ১৭মে। তখন থেকেই ১৭তারিখের এ দিবসটি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে তা পালন করে আসছে।