সাহিত্য/স্বরচিত কবিতা
আঁধার হয়ে এলো খোকা চলে এসো ঘরে বজ্র-শিলা বারির সনে যদি মাথায় পড়ে!
মেঘের দল ঘুরছে হাওয়ায় এই এলোরে বৃষ্টি ধান গুলো যে ভিজবে জলে দাওনা কেন দৃষ্টি?
কাপড়-চোপড় ঘরে আনো গরু গোয়ালে দাও এসব দেখে কেমন করে বসে থাকতে পাও !