কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ কায়সার হামিদ গতকাল শনিবার দিবাগত রাতে ইনতেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাতে অনুমান সাড়ে ১১ ঘটিকায় ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে বুকে ব্যথা অনুভব করলে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২.১০ ঘটিকায় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
হঠাৎ এ মৃত্যুতে থানাপাড়াসহ বন্ধু-বান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার বাড়ী ফরিদপুর বলে জানা গেছে।