স্বরচিত কবিতা
"""""""""""""""""""""সাহিত্য
যদি এমন হতো
বিশ্বজুড়ে সকল দেশ
একটি দেশের মতো !
ছোট সীমার দেশগুলো তায়
অনেক মজা পেতো।
বিশাল যাদের আছে সীমা
খালি পরে থাকে
লোক অভাবে আবাদ শূন্য
কেউ না খবর রাখে।
ইচ্ছা মতো গড়তো আবাস
করতো তাতে চাষ
মরু-পাহাড় যেথায় খুশি
থাকতো বারোমাস।
চাহিদার অধিক ফলন
খাবার ভেজাল ছাড়া
শরীর ভালো বাড়তো আয়ু
হাসতো হৃদয়পাড়া।