আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমার জানাজায় সময় নষ্ট করোনা ভাই /মোঃ জিয়াউর রহমান

স্বরচিত কবিতা

নোটিশ বিনা আসবে যখন
ছিনিতে প্রিয় প্রাণ
আরো ছিনিবে দৃষ্টি-হাওয়া
মজার খাবার-ঘ্রাণ।
তখন আমি লাশ,
নিথর দেহ রেখে কেহ
গেও না  ইতিহাস ।

গুণের কথা আছে গাঁথা
খোদাই করে লেখা
কাঁধে বসে লিখছে দু’জন
ছাড় পাবেনা রেখা।

বলিও শুধুই ঋণ
তার কারণে কষ্ট যত
মাফ করিয়া দিন ।

বেশি কথার ছলে “সময়”
আর করোনা হেলা
আসল বাড়ি দিবো পাড়ি
ফুরাবে যখন বেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category