মোঃ সারোয়ার হোসেন,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর সদরের কোর্ট মসজিূেদে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আবদুল হাদী(২২) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
২জুন শুক্রবার সকালে হোসেনপুর সদরের কোর্ট মসজিদ এলাকায় সকাল সাড়ে ৯ঘটিকার সময় এ নিহতের ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাদী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাখঁচুড়া-মালিমারা গ্রামের ফরজুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সঞ্চালন ছিলো।এ অবস্থায় তারে স্পর্শ করার মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারে ঝুলে পড়ে হাদী। এলাকাবাসী তা দেখতে পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল ঘটনায় উপস্থিত হয়ে ঝুলন্ত আব্দুল হাদীকে উদ্ধার করে। পরবর্তীতে হোসেননপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু বলেন,ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে