স্বরচিত কবিতা
""""""""""""""""ধরণীর বার্ধক্য
নেশা জাগে নিশি রাতে
আকাশে দেই হানা
উড়ে যেতাম দূর অসীমে
পেতাম যদি ডানা
দিগন্তনীলে মিশে যেতাম
পাড়ি দিতাম বিশ্ব
ভব যাতনার বাড়াবাড়ি
পীড়া দায়ক দৃশ্য।
আসমানী আর জমিনি বালা
দুখের নাইরে শেষ
রোগের মেলা অভাব খেলা
যুদ্ধ জীবন দেশ।
বয়স ভারে ধরণী কাবু
সুরুজ বাড়িও গ্রাস
মিলবে কোথা ক্ষতের মলম
করতাম খুঁজে চাষ।