প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ
জামালপুরে নাদিম নামের এক সাংবাদিকের নৃশংস হত্যাকান্ড

ভোরের আলো বিডি ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী মনিরা বেগম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রব্বানী নাদিম নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ সাংবাদিকের মৃত্যুর খবর শুনে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম ও ভাইসচেয়ারম্যান রেজাউল হাবিব রেজা এক বিবৃতিতে অবিলম্বে তদন্তপূর্বক দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেছে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.