সাহিত্য/স্বরচিত কবিতা
বাঁচার বড়-ই আশা যে তাই
বারংবার মরি
বুকে লালন অগ্নি লাভা
গলা টিপে ধরি।
মনের বেমার সারতে পারে
নাই ডাক্তার-কবিরাজ
এই সমাজের সকল ভাঁজে
অপনীতির হবির রাজ।
সেই অসুখের লেংটা নাচন
ভণ্ড বাবার মাজারে
আমিও ভুল তুমিও ভুল
কেবা-ই দেবে সাজারে !