মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
১৮জুলাই আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের রথখলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেছে।পরে উভয়পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। মুহূর্তে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই পরিস্থিতি ভয়াবহ দেখে দ্রুত নিরাপদ আশ্রয়ে যায়। ঘটনার কিছুক্ষণপর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাক সরকার জানান,বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। তারা রথখলা পেরিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।এতে বিএনপির নেতা কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান পার্ণেলের দেওয়া তথ্য মতে, তিনিসহ ৮/১০জন গুলিবিদ্ধ হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।