মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জে নিজ মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।
২১ জুলাই রোজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত বাবা মঞ্জিল মিয়া(৪০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের কাওয়ারগাতি গ্রামের মৃত গুনু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (২৭ জুন) ভুক্তভোগী মেয়ের মা এর প্রসবের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর ওইদিন রাতে বাসায় কেউ না থাকার সুযোগে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। গত বুধবার (১৯ জুলাই) আবারও মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় মেয়েটিকে মারধর করে। পরে ভুক্তভোগী মেয়ের মা জানতে পারে, সে বাসায় না থাকার সুযোগে কয়েকমাস যাবত ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করছে।
ভুক্তভোগী মেয়েটির কয়েক মাস আগে অষ্টগ্রাম উপজেলায় বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই বাবা মঞ্জিল মিয়া মেয়েটির শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া করে কিশোরগঞ্জের ভাড়া বাসায় নিয়ে আসে। কোনোভাবেই মেয়েটিকে শ্বশুর বাড়িতে থাকতে দিচ্ছিলো না এবং প্রায়ই মারপিট করত।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, গাইটালে বাসা ভাড়া নিয়ে থাকেন মঞ্জিল মিয়া। সে একজন কাঁচামালের ব্যবসায়ী। সে তার মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করেছে বলে তার স্ত্রী (ভুক্তভোগীর মা) অভিযোগ দাখিল করেছে। তার অভিযোগের ভিত্তিতে আমি মঞ্জিল মিয়াকে আটক করেছি। অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।