আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আট দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় নড়াইলের লোহাগড়ার যোগিয়ায়

ভোরের আলো বিডি ডেস্কঃ

নড়াইলের লোহাগড়ায় আট দলীয় সৈয়দ সাখাওয়াত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। যোগীয়া সৈয়দ সাখাওয়াত হোসেন স্মৃতি যুব সংঘ আয়োজিত শুক্রবার (২৮ জুলাই) বিকালে যোগিয়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান সহিদ।

শুরুতে খেলাটি উদ্বোধন করেন নড়াইল ২ আসনের মিডিয়া কোটায় সংসদ সদস্য পদ প্রার্থী প্রত্যাশী জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের সদস্য সামসুল আলম কচি, বি,আর ডিবির চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম রাসেদ, সাংবাদিক ও কৃষি গবেষক মোঃ খায়রুল ইসলাম, কে,এম সালাউদ্দিন, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাধবহাটি একাদশ, রানার্সআপ হয় মহাজন ফুটবল একাদশ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। খেলাটি বেশ উপভোগ্য ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category