প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ
মারিয়া তাসনীম প্রাপ্তি কুটিরশিল্পে জাতীয় পর্যায়ে প্রথম

- ভোরের আলো বিডি ডেস্কঃ
- """"""""""""""""""""""""""""
- জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ এ মারিয়া তাসনিম প্রাপ্তি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে(৮ম বিভাগে/ বাংলাদেশে ) জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। আজ এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠান কর্তৃপক্ষ।

- তার বিষয়টা ছিলো কুটিরশিল্প।
- অভিনন্দন প্রাপ্তি!
'প্রাপ্তি' জাতীয় পর্যায়ে প্রথম(২০২২).
মারিয়া তাসনিম প্রাপ্তি, ১০ম শ্রেণি(বিজ্ঞান) ,সরযূ বালা সরকারি বালিকা উচচ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ এ অংশ নিয়ে গ শাখায় (কুটিরশিল্প) জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ(১ম) শিশুশিল্পী হিসেবে মনোনীত হয়েছিল। গত ৩০/৭/২০২৩ তারিখে এ উক্ত বিষয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে ঢাকাসহ মোট ৮ বিভাগের ৮ জন প্রতিযোগী অংশ নেয়।প্রাপ্তি তাতে ঢাকা বিভাগের প্রতিযোগী হিসেবে ১ম হবার গৌরব অর্জন করে।উল্লেখ্য,তার পূর্বে প্রাপ্তি তার স্কুলে ,কিশোরগঞ্জ সদর উপজেলায়, কিশোরগঞ্জ জেলায়, ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় প্রতিটি পর্যায়ে উক্ত বিষয়ে ১ম হয়(২০২২)।পড়ালেখার পাশাপাশি প্রাপ্তি কবিতা, গান, ছবি আঁকা,দাবা খেলা ইত্যাদি এক্সট্রা কারিকুলাম এ অংশ নেয়। অবসরে প্রাপ্তি গল্পের বই ও পত্রিকা পড়ে।
উল্লেখ্য,প্রাপ্তি বিগত বছরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে মনোনীত হয় এবং মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত স্বর্ণপদক গ্রহণ করে। প্রাপ্তি'র জন্য তার বাবা ও মা দুয়াপ্রার্থী। প্রাপ্তির নিজেরও কামনা সে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয় এবং দেশ ও জাতির কল্যাণে ভুমিকা রাখতে পারে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.