ভোরের আলো বিডি ডেস্কঃ
কিশোরগঞ্জের ঐত্যিবাহী গুরুদয়াল সরকারি কলেজের ডক্টর এম ওসমান গণি ছাত্রাবাসের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২৩ অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট(বৃহস্পতিবার) রাত ৮ ঘটিকায় এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অত্র ছাত্রাবাসের ছাত্র মোঃ সারোয়ার জাহান ও জহিরুলের যৌথ সঞ্চালনায় ও অত্র ছাত্রাবাসের সুপার মহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ছিদ্দিকুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম, ইতিহাসের সহযোগী অধ্যাপক মোঃ মজিবুর রহমান,হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক এমাদ উদ্দিন,পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম ও ইতিহাসের প্রভাষক মোঃ তৌহিদুল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রাবাসের পক্ষ থেকে কিছু শিক্ষার্থী, বিদায়ীদের মধ্য থেকে কিছু শিক্ষার্থী ও অতিথিবৃন্দের শিক্ষনীয় ও অনুপ্রেরণামূলক বক্তব্যের পরপরই বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।