প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলোর জাতীয় শোক দিবস পালন
ভোরের আলো বিডি ডেস্কঃ
শিল্পী মাজহারুল ইসলামের কন্ঠে শোকগাঁথা গান, হিরন আকন্দের দরাজ কন্ঠে তারই রচিত হৃদয় নিংড়ানো মুজিবীয় কবিতা, আলোচকবৃন্দের কথামালার শিল্পশৈলীতে আলোকপাত তথা ১৫ আগষ্ট এর নির্মম হত্যাকান্ডের লোমহর্ষক বক্তব্য সমন্বয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শোক দিবস।
আজ ১৫আগষ্ট-২০২৩ (মঙ্গলবার) কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল কেয়ারে সন্ধ্যা ৭ঘটিকায় এই শোক দিবস পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট কিশোরগঞ্জের উপদেষ্টা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
ভোরের আলোর প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মোঃ লুৎফুল কবীর, ভোরের আলোর স্থানদাতা ডাঃ হিরা মিয়া, ভোরের আলো বিডি ডটকমের বিশেষ প্রতিনিধি সারোয়ার জাহান,
বেকারত্ম দূর করার মানসে অবিরত প্রয়াসে সচেষ্ট থাকা কর্মবীর শেখ সোমা, কিশোরগঞ্জ হোমীপ্যাথিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহফুজা সুলতানা রোমা ও শিক্ষানবীশ সংবাদকর্মী তারিন আক্তার প্রমুখ।
জাতীয় শোক সভায় বক্তারা শোককে শক্তিতে রূপান্তরিত করে ১৫আগষ্টকে অর্থবহ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।