কিশোরগঞ্জ পৌর শ্রমিকলীগের জাতীয় ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস ও ২১ আগষ্ট বর্বোরোচিত হামলায় নিহত শহীদদের স্মৃতিচারণার্থে আলোচনা সভা ও দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২৩ আগষ্ট (বুধবার) বিকেল ৪ঘটিকায় একরামপুরস্থ কিশোরগঞ্জ জেলা শ্রমিকলীগ কার্যালয়ে এই স্মৃতিচারণসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগের কিশোরগঞ্জ পৌর কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও উপস্থাপনায় ছিলেন জাতীয় শ্রমিকলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক মো মীর নাঈম।
দু'আ অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি আবুল হোসেন আকন্দ ও কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কিশোরগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মোঃ আবুল হাসেম, শহর আওয়ামীগের যুগ্ম আহবায়ক মোঃ মকবুল হোসেন,জাতীয় শ্রমিকলীগের বিদ্যুৎ শাখার মোঃ সুলতান উদ্দিন, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর আবদুল করিম, শহর কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর প্রমুখ। বক্তারা সবাই ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট হত্যাকান্ডের রচিত শোককে শক্তিতে পরিণত করার আহবান জানান।
এই স্মৃতিচারণ আলোচনা সভা সরব উপস্থিতি ছিলেন জাতীয় শ্রমিকলীগের কিশোরগঞ্জ সদর থানা কমিটির সভাপতি মোঃ আমিনুল হক মহররম, সদর থানা কমিটির আহবায়ক মোঃ মনজিল মিয়া, করিমগঞ্জ থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান ধনু, কিশোরগঞ্জ পৌর শ্রমিকলীগের প্রচার সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান শামীম, শ্রমিকলীগের থানা সহসভাতি মোঃ সিরাজুল ইসলাম, করিমগঞ্জ থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মোঃ আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগের জয়কা ইউনিয়নের সভাপতি ও আওয়ামীগের সহসভাপতি মোঃ আবুল বাশার,পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকরামুল হক আকরাম, পৌর-শ্রমিকলীগের কোষাধ্যক্ষ মোঃ মাসুদ মিয়া, পৌর শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ নাদিম, বৌলাই ইউনিয়ন শ্রমিকলীগের ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ মোস্তফা,পৌর শ্রমিকলীগের শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মোঃ মুন্না, পৌর শ্রমিকলীগের প্রচার সম্পাদক মোঃ সোহাগ মিয়া, পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ সুমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মিয়া, শ্রমিকলীগের থানা কমিটির সদস্য মোঃ সুজন কিবরিয়া, পৌর শ্রমিকলীগের সহকারি প্রচার সম্পাদক মোঃ সাইফুল মিয়া ও সহকারি দপ্তর সম্পাদক মোঃ নয়ন মিয়া প্রমুখ।
সভাশেষে জাতীয় শ্রমিকলীগের পৌর কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন সমাপনী বক্তব্য রাখেন। সমাপ্তিলগ্নে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।