আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে হাওর ভ্রমণ-২০২৩।

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে হাওর ভ্রমণে মেতে উঠেছে সাংবাদিক ও সাহিত্যিক মহল।
গত ১লা সেপ্টেম্বর(শুক্রবার) হাওর ভ্রমণটি অনুষ্ঠিত হয়। কাক ডাকা ভোরে জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বালিখলা ঘাটে একত্রিত হয়ে নৌকা যুগে যাত্রা শুরু করে।

যাত্রার শুরুর দিকে হাওরের পানিতে নিরাপত্তা বিষয়ে খুটিনাটি উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক রেজাউল হাবিব রেজা। তিনি তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,”উপস্থিত সকলের আন্তরিকতা ও সহযোগিতার ফলেই আজকে আমরা এত সুন্দর ভ্রমণে বের হতে ফেরেছি।বিশেষত করিমগঞ্জ ইউনিটের সকল নেতা কর্মী আমাকে সার্বক্ষণিক সার্বিকভাবে সহযোগিতা করেছে।আমি আশাবাদী পরবর্তী দিনগুলোতেও করিমগঞ্জ ইউনিট জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের যৌথ পরিবেশনায় নৌকার পাটাতনে চলে সংগীত, কবিতা আবৃত্তি, কৌতুক ইত্যাদি।সংগীত পরিবেশন করেন আব্দুর রউফ ফকির,ইসলাম উদ্দিন বয়াতি,সাগর সরকার,আদুরী সরকার, রিমা প্রমুখ।কবিতা আবৃত্তি করেন হাফিজুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব, জিয়াউর রহমান ও মর্তুজা জামাল প্রমুখ।
নিকলীর ঘোড়াদিঘার করসবন,মিঠামইন অলওয়েদার সড়ক,প্রসিডেন্ট রিসোর্ট,হাওর রিসোর্ট,সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে বিভিন্ন জনপ্রিয় গানের কলি আওরায়া বালিখলার দিকে ফিরে আসে।ঘাটের কাছাকাছি পৌছালে সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category